খালিশপুরের অসহায় ও দরিদ্র মানুষের কাছে এখন একটি ভরসার নাম । গত বছর দুয়েক ধরে বিভিন্ন সামাজিক ও জাতীয় উৎসব এ নানামুখী পদক্ষেপ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কে নানাভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।
এর ধারাবাহিকতায় এবার একজন বৃদ্ধ অসহায় ব্যাক্তি কে হুইলচেয়ার প্রদান করেছে। লোকটি বিগত ২০১৬ সাল থেকে কয়েকবার স্ট্রোক করে বর্তমানে প্যারালাইজড অবস্থায় আছেন। তার পরিবারের লোকেরা খুলনা ফাউন্ডেশন এর সাথে যোগাযোগ করলে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কর্মীরা তার কাছে হুইলচেয়ার এবং কিছু নগদ অর্থ সাহায্য পৌছে দেন। লোকটির পরিবারের সাথে কথা বলে জানা যায় তিনি বিগত কয়েকবছর ধরে এই অবস্থায় কষ্ট ভোগ করছেন। সুস্থ অবস্থায় তিনি অনেক চঞ্চল ছিলেন এমনকি এখন ও বাইরে যাওয়ার চেষ্টা করেন বারবার। কিন্তু তার অসহায় পা আর আগের মত নেই বলে তিনি ঘরবন্দী ছিলেন এতদিন।
হুইলচেয়ার পেয়ে তার অশ্রুসজল চোখে যে খুশির ঝিলিক দেখা যায়,তাতেই খুলনা ফাউন্ডেশন এর সাফল্য। ওই ব্যক্তির চোখে স্বাধীনতার আনন্দেই খুলনা ফাউন্ডেশন এর স্বার্থকতা। হুইলচেয়ার বিতরণের সময় সেখানে উপস্তিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি ফারহান সাদিক লাবীব,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম,নিলয় ও অর্নব সহ কতিপয় কর্মী।
“অন্তত একটি মানুষের মুখে হাসি” ফোটানোর উদ্দেশ্যে খুলনা ফাউন্ডেশন যে যাত্রা শুরু করেছিল এতদিন পর হিসেবে তাদের কাজে তারা অনেকটাই সফল বলে তারা মনে করে। এবং ভবিষ্যৎ এও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।