চ্যানেল খুলনা ডেস্কঃ পাটকল শ্রমিকদের কর্মসূচি স্থগিতের বিষয়ে শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে। তবে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিতের বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে পারেনি রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-ননসিবিএ নেতারা।
এর আগে গতকাল রাতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পাটকল শ্রমিকদের অনশন ধর্মঘট নীতিগতভাবে স্থগিতের ব্যাপারে একমত হয় পাটকল সিবিএ ও ননসিবিএ নেতৃবৃন্দ। খুলনার বিভাগীয় শ্রম অধিদপ্তরের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে শ্রমিক নেতাদের মতবিনিময়ে এই সিদ্ধান্ত হয়। রাতে এ বিষয়ে স্ব স্ব মিলের সিবিএ নেতারা শ্রমিকদের সাথে আলোচনা করলেও রাত সাড়ে ১২টা পর্যন্ত কোন সিদ্ধান্ত জানাতে পারেনি তারা। প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন জানান, স্থগিতের বিষয়ে শ্রমিকদের জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শ্রমিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই পাটকল এবং শ্রমিকদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তার ঐকান্তিক প্রচেষ্টায় খুলনার বন্ধ হওয়া পাটকলগুলো চালু হয়েছে। মজুরি কমিশন ২০১৫ পাশ হয়েছে এবং এ সরকারই তা বাস্তবায়ন করবে। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামীকাল ১৫ ডিসেম্বর বেলা ১১টায় আন্তঃমন্ত্রণালয় সভা এবং বিকেল তিনটায় বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)’র সভাকক্ষে শ্রমিক নেতাদের সাথে সভা হবে।
এ সময় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, খালিশপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোঃ কাউসার শিকদার, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, মোঃ আশরাফুল ইসলাম, খুলনার পাটকলগুলো সিবিএ ও ননসিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।