সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
'অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা জানা গেল | চ্যানেল খুলনা

‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা জানা গেল

সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বাংলাদেশে আসেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কক্সবাজারে সিনেমাটির কাজ সম্পন্ন না করেই নিজ দেশে চলে গেছেন টালিউডের এ নায়িকা। গত ৩০ আগস্ট তাজু কামরুলের পরিচালনায় শুটিং করার জন্য ঢাকায় আসেন সায়ন্তিকা। ওই দিন বিকেলেই চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজার যান তিনি। সেখানে টানা কয়েকদিন শুটিং চলে ‘ছায়াবাজ’ সিনেমার।

গান দিয়ে সিনেমার শুটিং শুরু হয়। প্রথম গানের শুটিং ভালোভাবেই শেষ হয়। কিন্তু দ্বিতীয় গানের শুটিংয়ের সময় হঠাৎ করেই অভিনেত্রী অভিযোগ করেন, কোরিওগ্রাফার মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন তাকে। কোরিওগ্রাফারকে পরিবর্তন না করলে কাজ করবেন না তিনি।

এদিকে সায়ন্তিকার কলকাতায় চলে যাওয়া নিয়ে সোশ্যালেসহ নানা মাধ্যমে যখন নানা কথা হচ্ছে, সেই সময় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বললেন নির্মাতা তাজু কামরুল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ পরিচালক বলেন, শুটিংয়ের সময় একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু সেটি সমাধানও হয়েছে। এরপর আমরা একসঙ্গে কাজও করেছি।

‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করার কারণে বাংলাদেশ থেকে কলকাতা চলে গেছেন কি না সায়ন্তিকা এ প্রশ্ন করা হলে নির্মাতা তাজু কামরুল বলেন, ভুল বোঝাবুঝির কারণেই যে তিনি চলে গেছেন, বিষয়টি এমন না। সায়ন্তিকা যখন ঢাকায় আসেন, ঢাকায় আসার জন্য টিকিট কাটার সময় ফিরতি টিকিটও কেটেছিলেন তিনি। তার ফিরতি টিকিটের তারিখ ৯ সেপ্টেম্বর ছিল। সেই সময় অনুযায়ীই চলে গেছেন তিনি।

এ পরিচালক আরও বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা কথা বলা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। অথচ সায়ন্তিকা কিন্তু কোথাও কোনো অভিযোগ করেননি। তিনি কোনো কথাও বলেননি।

এছাড়া এ ব্যাপারে জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে তুলে ধরা হচ্ছে বিষয়টি আসলে সে রকম কিছু নয়। গানের কাজ শেষ হয়েছে তাই চলে গেছেন তিনি। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু সেটা ঠিক হয়ে গেছে পরে।

Your Promo BD

বিনোদন আরও সংবাদ

হঠাৎ ভক্তকে চড় মারলেন রেখা!

‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা জানা গেল

উপহারের মাইক্রোবাসটি দিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন হিরো আলম

পরীমণিকে নিয়ে কথা বলতে নারাজ তার সাবেক স্বামী

নভেম্বরে মুক্তি পাবে ‘টাইগার-৩’

‘জওয়ান’ মুক্তি দিলে দায়িত্বশীলদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে: ঝন্টু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।