” খুলনা ফাউন্ডেশন ” এর “অন্তত একটি মানুষের উষ্ণতার হাসি” শিরোনামের কার্যক্রমটি গত বারের মতন এবার ও সাফল্যের সাথে আজ অনুষ্ঠিত হল.।.এর ধারাবাহিকতায় আজ খুলনার খালিশপুরে তৃণমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজের প্রথম ধাপে চাদর বিতরণ কাজ সম্পন্ন হল.।.অনুষ্ঠানে খুলনা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফারহান সাদিক লাবীব,আব্দুল্লাহ আল মাসুম,নিলয়,সাবিদ,জারিফ,বাসিত,শিমুল,মিঠুন,রুম্মান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন.।.
আজ সকাল ১১.০০ ঘটিকায় আনন্দঘন পরিবেশে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে খুলনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাদর বিতরণ করা হয়েছে.। ফাউন্ডেশনের সদস্যদের মতে খুলনাসহ সারাদেশে মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে কাজ করে যাচ্ছে তারা এবং ভবিষ্যতে তাদের কার্যক্রম বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তারা।
“অন্তত একটি মানুষের উষ্ণতার হাসি” আমাদের “খুলনা ফাউন্ডেশন ” এর একটি চলমান প্রজেক্ট । এই তীব্র শীতে অসহায়,দুস্থ ,ও বঞ্চিত মানুষদের মাঝে সামান্য উষ্ণতা ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য । আমাদের কার্যক্রমটি পুরো শীতকাল ধরে চলতে থাকবে।আপনি বা আপনারা ও আমাদের এই কার্যক্রমের অংশীদার হতে পারেন।