সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অভিনেত্রী শবনম ফারিয়া’র থানায় জিডি | চ্যানেল খুলনা

অভিনেত্রী শবনম ফারিয়া’র থানায় জিডি

চ‌্যানেল খুলনা ডেস্কঃ নিরাপত্তাহীনতার কারণে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো-তে বিচার কাজ নিয়ে সমালোচিত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলেন শবনম ফারিয়া।
জানা গেছে,‌ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে চারদিন আগে ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো-য়ের কিছু ছবি ও ফুটেজ পোস্ট করা হয়। সেখানে শবনম ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও প্রকাশ করা হয়। এরপর বিভিন্ন অপরিচিত নম্বর থেকে অবিরত ফোন আসতে থাকে। এছাড়া এই ফেসবুক আইডি থেকে শবনম ফারিয়ার নামে মিথ্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে পল্টন থানায় জিডি করেন শবনম ফারিয়া। এসআই (সাব ইন্সপেক্টর) মোজাম্মেল হক এই জিডির তদন্তকারী কর্মকর্তা। তিনি সারাবাংলাকে বলেন, ‘তদন্তের বিষয়টি এখন সাইবার ক্রাইম ইউনিটের কাছে রয়েছে।’

অন্যদিকে শবনম ফারিয়া সারাবাংলাকে বলেন, ‘আমি থানায় জিডি করার পর সাইবার ক্রাইম ইউনিটে নিজে গিয়ে কথা বলেছি। এখন আবার আরেকটি কাজ বাকি রয়েছে। সেটি হলো হাইকোর্টের সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা। সেটি আমি রোববার (৮ সেপ্টেম্বর) করব।’
শবনম ফারিয়া আরও জানান, তিনি চান অপরাধি ধরা পরুক। এর জন্য সব ধরণের আইনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে তিনি প্রস্তুত।

শবনম ফারিয়া মডেল এবং প্রধানত বাংলা নাটকে অভিনেত্রী। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

হিট নায়িকা হয়েও থাকতেন বস্তিতে, মারা গেছেন সেই বনশ্রী

শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজে অতিথি চরিত্রে তিন খান

ভেনিসে দ্বিতীয় সেরা পুরস্কার জিতল গাজায় শিশুহত্যা নিয়ে নির্মিত চলচ্চিত্র

তিন দশক পর একসঙ্গে রজনীকান্ত ও মিঠুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।