খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের শাহিদা বেগম নামে এক অসহায় ও দরিদ্র গৃহবধু বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে আছেন। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে পারছিলেন না তিনি। পরবর্তিতে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এমপি মহোদয় বিষয়টি ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে জানতে পারেন। তাৎক্ষণিক তিনি তার প্রতিনিধিদের দ্বারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খোঁজ খবর নেন এবং তার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, এমপি আব্দুস সালাম মূর্শেদী রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা তথা খুলনা-৪ আসনের সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি এবং তার সহধর্মিণী এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম ব্যাক্তিগত অর্থায়নে অসহায় মানুষকে সহযোগিতা করে আসছেন।
এই তিনি উপজেলঅর সকল মানুষের সহযোগিতার জন্য তিনি ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’, ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’, ‘সালাম মূর্শেদী ব্লাড ব্যাংক’ সহ বিভিন্ন মানবিক সংগঠন চালু করেছেন। যাতে করে প্রত্যেকটি মানুষ তাদের প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা পায়। আর এই সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এমপির সহধর্মিণী মিসেস সারমিন সালাম পেয়েছেন ‘বঙ্গমাতা অ্যাওয়ার্ড’।
এছাড়াও এই অঞ্চলের দরিদ্র ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ প্রদান, অসহায় পরিবারে মেয়ের বিয়ের দায়িত্ব সহ অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অব্যাহত রেখেছেন।