সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অসুস্থ্য কন্যাকে হাসপাতালে রেখে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে শেখ সোহেল | চ্যানেল খুলনা

অসুস্থ্য কন্যাকে হাসপাতালে রেখে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে শেখ সোহেল

খুলনায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ। বৃহষ্পতিবার নগরীর ডাক বাংলো ও সোনালী ব্যাংক চত্বরে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। সন্ধ্যা সাতটায় তিনি সভাপতিত্বের বক্তব্য রাখেন। এ সময় তিনি আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, আজ আমি এতিম। তিনি বলেন রাত তিন চারটার দিকে গভীর রাতে নগরীর শেরে এ বাংলা রোড থেকে পালিয়ে যেতে হয়েছিলো আমাদের। তিনি বলেন, আমার বাপের ভিটায় সেনাবাহিনী হামলা করেছিলো। আমার মা আমাদের নানা বাড়ি নিয়ে গেলে সেখানেও বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। কি দোষ ছিলো আমাদের? কি অপরাধ করেছিলেন আমার পিতা? এমন প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন আমার পিতা শহীদ শেখ আবু নাসের ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাই ছিলেন। তিনি বলেন, আমার বাবা চাইলে ঢাকায় গিয়ে অনেক টাকার মালিক হতে পারতেন কিন্তু তিনি তা করেননি। খুলনা ও খুলনাবাসিকে ভালোবেসে এখানে থেকে যান। তার পরবর্তীতে আমার বড় ভাই শেখ হেলাল উদ্দিন, সেখ সালাহউদ্দিন জুয়েল এখনও খুলনাবাসির আপদে বিপদে পাশে আছেন। তিনি বলেন, আমাদের রক্ত লুৎফর রহমানের রক্ত, শেখ মুজিবের রক্ত। আমাদের দেহে দুর্নীতি, সন্ত্রাস ও খুনীর রক্ত নয়। তিনি তরুনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিতের আহ্বান জানান।
বক্তব্যেও শেষে তিনি বলেন, আমার ছোট কন্যা অসুস্থ্য। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর আজ আপনারা খুলনায় সমাবেত হয়েছেন। আমার মনে হয়েছে আপনাদের কাছে আমার চলে আসা উচিত। আমি অসুস্থ্য মেয়েকে রেখে আজ আপনাদের মাঝে এটাই হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল প্যানেল

এনসিপি থেকে পদত্যাগ সাবেক ২ সেনা কর্মকর্তার

নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব

ভোট গণনা ম্যানিপুলেট করা হলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করবে: আবিদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।