সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দুই বছর পেছালে টিকেটের মূল্য ফেরত | চ্যানেল খুলনা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দুই বছর পেছালে টিকেটের মূল্য ফেরত

২০২১ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় ভারত। এ কারণে জটিলতায় পড়েছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপটি ২০২১ নাকি ২০২২ সালে অনুষ্ঠিত হবে, এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনাভাইরাস মহামারীতে ওলট-পালট বিশ্ব ক্রীড়াঙ্গন। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবলে স্থগিত হয়ে গেছে বিভিন্ন খেলার বড় বড় টুর্নামেন্ট। যদিও দীর্ঘ বিরতির পর দর্শকহীন মাঠে ফিরেছে ক্লাব ফুটবল। ইংল্যান্ড-ওয়েস্ট টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটও মাঠে ফিরেছে। কিন্তু ফেরেনি স্বাভাবিক অবস্থা। স্থগিত হওয়ার তালিকায় এখনও যোগ হচ্ছে নতুন নতুন টুর্নামেন্ট।

গত সোমবার স্থগিত ঘোষণা করা হয়েছে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতেই এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে আইসিসি।

এখানেই বেধেছে বিপত্তি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটার আয়োজক ভারত। এই বিশ্বকাপটি পিছিয়ে ২০২২ সালে নেওয়া হয়েছে। কিন্তু ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে ভারত। দুই বছরে দুটি বিশ্বকাপ আয়োজন কঠিনই হয়ে যাবে ভারতের জন্য। এ কারণে ২০২১ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় তারা।

এ নিয়ে জটিলতায় পড়েছে আইসিসি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপটি ২০২১ নাকি ২০২২ সালে অনুষ্ঠিত হবে, এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যে কারণে অপেক্ষা বেড়েছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কেনা ক্রিকেটমোদীদের। কারণ এই বিষয়টির ওপরই নির্ভর করছে যারা টিকেট কিনেছেন, তাদের টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে কিনা।

আইসিসি অবশ্য একটি বিষয় ইতোমধ্যে পরিষ্কার করেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার বিশ্বকাপটি যদি ২০২২ সালে চলে যায়, তাহলে টিকেটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে। আর যদি ২০২১ সালে অনুষ্ঠিত হয়, কেনা টিকেট দিয়েই খেলা দেখা যাবে।

মূল্য ফেরত পেতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। আবেদন করার ৩০ দিনের মধ্যে সবাইকে টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে। অনেক আগে থেকেই টিকেট বিক্রি শুরু করেছিল আইসিসি। কয়েক মাস বাকি থাকলেও এরই মধ্যে অনেক টিকেট বিক্রি হয়ে গেছে।

টিকেট সংক্রান্ত বিষয়ে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘যদি অস্ট্রেলিয়ায় ২০২১ সালে টুর্নামেন্টটি হয়, তাহলে সবাই যেন টিকেট রেখে দেন। যারা টিকেট কিনেছেন, তাদের টিকেট ২০২১ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে। আর টুর্নামেন্টটি যদি অস্ট্রেলিয়ায় ২০২২ সালে হয়, তাহলে টিকেটের পুরো মূল্য ফেরত দেওয়া হবে।’

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়তে রাজি নয় ভারত। তাই নতুন করে বিসিবসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইসিসি। ভারত মানলেই কেবল ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে অস্ট্রেলিয়া। না হলে আরও এক বছর পিছিয়ে ২০২২ সালে আসরটি আয়োজন করতে হবে তাদের।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।