রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে দুপুরে এ রায় ঘোষণা করা হয়।
গত ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের পর সাহেদকে সাথে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। সেসময় উদ্ধার করা হয় অস্ত্র ও বিদেশি মদ। পরে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায়। ২৭ আগস্ট এই মামলায় অভিযোগ গঠন করা হয় সাহেদের বিরুদ্ধে । গেল ২০ সেপ্টেম্বর শেষ হয় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। এতে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আশা করলেও আসামিপক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস পাবেন মোহাম্মদ সাহেদ।