সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
অ্যাম্বুলেন্সে চড়ে সংবাদ সম্মেলনে নৌকার চেয়ারম্যান প্রার্থী | চ্যানেল খুলনা

অ্যাম্বুলেন্সে চড়ে সংবাদ সম্মেলনে নৌকার চেয়ারম্যান প্রার্থী

তিন দিন আইসিইউতে থাকার পর, শারীরিক অবস্থার কিছু উন্নতি হওয়ায় অ্যাম্বুলেন্সে চড়ে সংবাদ সম্মেলনে এলেন আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আফরোজা খানম মিতা। খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার বৈঠা পেলেও নিজের ভোট দিতে পারেননি। গত ১১ নভেম্বর নির্বাচনের দিন অজ্ঞাত চার-পাঁচজন মোটরসাইকেল যোগে তার ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার বিষয়ে ডুমুরিয়া থানায় এজহার দিলেও তাকে নানা টালবাহানা করে ফিরিয়ে দেয় এবং কোর্টে মামলা করার পরাপর্শ দেন থানার অফিসার ইনচার্জ।

বুধবার(১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা খানম মিতা এসব অভিযোগ করেন। তিনি আরও বলেন, ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন দুপুর পৌনে দুইটার দিক খর্নিয়ায় লোহাগড়া নামক স্থানে আলী নবী স্যারের বাড়ীর পাশে তিনি হামলার শিকার হয়। আসলিম মোড়ল, সবুজ শেখ, ফজলু মোড়ল ও লিটন ফকির সহ অজ্ঞাত আরো চার-পাঁচজন আচমকা মোটরসাইকেল যোগে রাস্তার দুই দিক থেকে এসে চাইনিজ কুড়াল, লোহার রড, ক্ষুর- চাকু নিয়া তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আসলিম মোড়ল তাকে লাথি মেরে তার হাতে থাকা চাকু দিয়ে খুন করার উদ্যেশ্যে তার গলায় আঘাত করতে গেলে গলায় না লেগে তার মাথায় লাগে এবং তিনি তখন মারাত্মকভাবে জখম হয়। এরপর সবুজ শেখ, ফজলু মোড়ল ও লিটন ফকির তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে ড্রাইভার রুবেল হ্ওালাদার ও মোস্তফা ইউনুস মোড়ল তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করে। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের কারণেই এ ইউনিয়নে বারবার নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার নিরাপত্তার জন্য দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।