আন্তর্জাতিক ডেস্কঃইসলামিক স্টেট (আইএস) ও আবু বকর আল-বাগদাদি যুক্তরাষ্ট্রের সৃষ্টি বলে মন্তব্য করেছে রাশিয়া। মার্কিন অভিযানে বাগদাদির নিহত হওয়া বিষয়ে করা এক বিবৃতিতে এ কথা জানায় দেশটি।এ বিষয়ে শনিবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রই আইএস সৃষ্টি করেছে। আবু বকর আল-বাগদাদিও তাদের তৈরি। বাগদাদি যদি সত্যিই নিহত হয়ে থাকে, তাহলে বলতে হবে আমেরিকা নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে।
এ দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আবু বকর আল বাগদাদিসহ আইএসের অন্যান্য শীর্ষ নেতারা তাদের উত্থানের পেছনে আমেরিকার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর নির্দিষ্ট মেয়াদ রয়েছে। আর নিজেদের স্বার্থ হাসিলের পর আমেরিকা তাদের ছুঁড়ে ফেলে দেয়।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তারা সারা বিশ্বের সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর।