চ্যানেল খুলনা ডেস্কঃমশক নিধনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি কাউন্সিলরদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার অনুরোধ জানিয়ে বলেন, যার যার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া না গেলে আইনের মাধ্যমে জরিমানা করা হবে। দেশে আইন আছে, কিন্তু ফাইন নেই, এখন থেকে ফাইন করা হবে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেছেন, মশা সবচেয়ে বড় একটি ফ্যাক্ট। আগামী সোমবার থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কাউন্সিলরদের নিয়ে মনিটরিং করা হবে। সিটি করপোরেশনের এই মুহূর্তের দায়িত্ব মশক নিধকরা কোথায় কাজ করছেন, নির্ধারিত স্থানে যাচ্ছেন কি না, ওষধ ছিটানোর নির্দেশনা মানছেন কি না তা দেখা।
ঢাকার যানজট নিয়ে মেয়র আতিকুল বলেন, যত দিন ঢাকা বাস রুট ফ্রেঞ্চাইজ করতে না পারব, যত দিন যত্রতত্র বাসের অসম প্রতিযোগিতা বন্ধ করতে না পারব, তত দিন এ থেকে রক্ষা পাওয়া যাবে না। সিটি করপোরেশনের জন্য যানজট ও জলজট একটি চ্যালেঞ্জিং ব্যাপার। দুই সিটি এক সঙ্গে মিলে কাজ করে যানজট ও জলজট নিরসনের ব্যবস্থা করা হবে।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।