বিভিন্ন উৎস থেকে আগস্টের মধ্যে প্রায় এক কোটি ২৯ লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৯ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ৩০ লাখ টিকা গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী মাসের শেষ নাগাদ এক কোটি টিকা ২৯ লাখ টিকা আসবে।
তিনি বলেন, এর মধ্যে সেরামের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ৪০ লাখ এবং যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের তৈরি ৬০ লাখ টিকা থাকবে।
এর আগে সোমবার রাত ৯টা ২৪ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না উদ্ভাবিত ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছায়। এই টিকা স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী গ্রহণ করেন।
মডার্নার টিকার এই চালান আসার পর কেবল জুলাই মাসে দেশে আসা টিকার সংখ্যা দাঁড়াবে ৯৫ লাখ। আগস্টে আরও এক কোটির বেশি টিকা পাওয়া যাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে একই মন্ত্রণালয়।
করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংকটের কারণ দেখিয়ে গত ৫ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও চীনের সিনোফার্মের ডোজ হাতে আসার পর সরকার তিন শ্রেণির জন্য নিবন্ধন অ্যাপ চালু করে।