সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আগের মতো আরেকটা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার : ফখরুল | চ্যানেল খুলনা

আগের মতো আরেকটা নির্বাচনের পাঁয়তারা করছে সরকার : ফখরুল

ক্ষমতাসীনরা আগের মতোই আরেকটা নির্বাচন করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার(৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার মুখে বলছে গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা। আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা একেবারে ফেনা তুলে ফেলেছেন যে, সুষ্ঠু নির্বাচন হবে। নতুন নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশন নাটক করেই যাচ্ছে। সমস্ত নাগরিক সমাজের লোকজনদের ডাকছেন এবং সাংবাদিকদের ডাকছেন।’
তিনি বলেন, ‘আমাদের নতুন প্রধান নির্বাচন কমিশনার উনি খুব সুন্দর বাংলা বলেন। কথা বলার ভঙ্গিও সুন্দর। এমন কথা বলে মানুষকে কিছুটা বিমোহিত করার চেষ্টাও তিনি করেন। এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে ভয়াবহ। এই যে নাটকগুলো করা হচ্ছে। এই নাটকগুলো করে আজকে আবার আরেকটা নির্বাচন করার পাঁয়তারা করছে। এবারও যে আগের মতো নির্বাচন হবে না, আগের নির্বাচন তো আগের রাতেই হয়ে গেছে। এখন ৭ দিন আগে সব সিদ্ধান্ত হবে কিনা- আমরা তা জানি না।’
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কখনই কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী লীগের শাসন আমলে কখনই গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না। আওয়ামী লীগের শাসন আমলে কখনই রাজনৈতিক দলগুলো নিরাপদ নয়। গণতন্ত্র তো নিরাপদ নয়ই।

গত কয়েকটি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন তারা (সরকার) একই চেহারায় আবির্ভূত হয়ে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি ছড়িয়ে বিরোধী দলকে নির্মূলে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ২০২৩ সালে যে নির্বাচন করতে চায়, সেই নির্বাচনেও যাতে এককভাবে আগের মতোই করতে পারে- সেই কৌশল তারা গ্রহণ করেছে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনের গ্রেপ্তারের ঘটনার বর্ণনা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, বিনা উসকানিতে ইশরাককে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় ঘটনাস্থলে ২০ থেকে ২৫ জন নেতাকর্মীরা ছিল। এখন তারা ইশরাকের সঙ্গে ৮৮ জনকে আসামি করে মামলা দিয়েছে।

ফখরুল বলেন, আমরা শুনেছি- সরকার তালিকা তৈরি করেছে। সেই তালিকাটা তৈরি করে যে যে জেলায় গুরুত্বপূর্ণ যত নেতারা আছেন- সেই মামলাগুলো দ্রুত শেষ করে দেয়ার জন্য একটা সেলও করে দেয়া হয়েছে। সেই সেল করে দিয়ে এই মামলাগুলো দ্রুত শেষ করে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

পিআর পদ্ধতিকে জুলাই চার্টারে অন্তভুক্ত করে গণভোটে জনগণ যে রায় দেবে সবাইকে মানতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দুই একজন উপদেষ্টা এবং প্রশাসন ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

বাগদান সম্পন্ন করে বিয়ের আংটি পরলেন ইশরাক

তোমাদের মার্কাতে বাধা দিইনি, অযথা ধানের শীষ নিয়ে টানাটানি কেন: মির্জা ফখরুল

কেউ চেয়ারম্যান-মেম্বার হতে চায় না, সবাই এমপি হতে চায়: শামা ওবায়েদ

আমি নই, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড জনগণ: বিবিসি বাংলাকে তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।