পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে আজ শনিবার স্বাস্থ্য বিধি মেনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল ও মাসিক সভার আয়োজন করা হয়। এছাড়া বিকালে নগরীর শিববাড়ি মোড় এলাকায় দেড় শতাধিক দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা এস এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজাজ আহমেদ চৌধুরী সুমন, সভাপতি জাওয়াদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মামুন রেজা, সাধারণ সম্পাদক প্রাইম এভিয়েশনের এস এম ওয়াসিম মেহবুব, সিনিয়র সহ-সভাপতি দেশ-বিদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি ফ্লাই ওয়েল এর মাহফুজা আকতার জারা, ফ্লাইট সলুউশনের লায়লা জহুরা, ক্লাউডি ট্রাভেলসের শেখ মামুন হোসেন, এয়ার টিকিট পয়েন্টের নাজমুন নাহার রুনু ও অ্যারোপ্লেন ট্যুরসের ইফতেখার হোসেন, যুগ্ম সম্পাদক প্লেন স্টেশনের প্রলয় লাহিড়ি, কোষাধ্যক্ষ প্লেন ম্যাসেজ-এর শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক এএইচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মেরাজ হোসেন, আটাক’র সদস্য এভিয়েশন ম্যানেজার-এর খাদিজা পারভিন।