মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে খুলনা শিশু একাডেমিতে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগ: প্লে থেকে ২য় শ্রেণি। খ-বিভাগ: ৩য় থেকে ৫ম শ্রেণি এবং গ-বিভাগ: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। ক বিভাগের জন্য বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ ও গ-বিভাগের বিষয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি শিশুদের সঙ্গে আনতে হবে।
২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতফেরীতে শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। দুপুর দুইটায় মুজগুন্নি শিশু বিকাশ কেন্দ্রে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল সাড়ে চারটায় বয়রাস্থ বিভাগীয় গণ-গ্রন্থাগার প্রাঙ্গণে আলোচনা সভা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।