সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের অবস্থান ধরে রেখে খুবিকে ব্রান্ডিংয়ে নিয়ে যেতে চাই : উপাচার্য | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক র‌্যাংকিংয়ের অবস্থান ধরে রেখে খুবিকে ব্রান্ডিংয়ে নিয়ে যেতে চাই : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‌্যাংকিং এ স্থান পাওয়া ও দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থান অর্জন করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানদের সাথে এক মতবিনিময় সভা সোমবার বিকেল ৪টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য এ অর্জনের পিছনে বিশেষভাবে শিক্ষকবৃন্দের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই অর্জনের জন্য শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকেও ধন্যবাদ জানান। উপাচার্য বলেন এই অর্জনকে ধরে রেখে আমাদের আরও সামনে এগিয়ে যেতে হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা ব্রান্ডিংয়ে নিয়ে যেতে চাই। তিনি গবেষণায় আরও উৎসাহিত করার জন্য বিভিন্ন উদ্যোগের কথাও ব্যক্ত করেন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আন্তর্জাতিক র‌্যাংকিং এ স্থান করে নেওয়া এবং দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় এবং সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ৬ষ্ঠ অর্জন করায় আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হবে।
সভায় বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, শিক্ষা স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ উদ-দারাইন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ, ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, ডেভলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি 

Your Promo BD

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

দৈনিক খুলনা টাইমস পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাষ্ট্রপক্ষের আবেদনে ২ দিন পেছাল মির্জা ফখরুলের জামিন শুনানি

তিনটি আসনের মনোনয়ন কিনেছেন সাকিব আল হাসান

‘সাংবাদিকরা যুক্তরাষ্ট্রকে আমাদের ডোমেস্টিক ইস্যুতে ইনভলভ করে’

‘আমাকে নিয়েন না ভাই, আমার মা-ছেলে অসুস্থ’

জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।