সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
আবারও পরীর হাতে রহস্যময় লেখা | চ্যানেল খুলনা

আবারও পরীর হাতে রহস্যময় লেখা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে উপস্থিত হন পরী।

এসময় আদালত চত্বরে প্রবেশের সময় গাড়িতে দাঁড়িয়েই তার ভক্তদের অভিবাদন জানান পরী। আগের বারের মতোই এবারও তার হাতের তালুতে মেহেদীর রঙে লেখা ‘রহস্যময়’ বার্তা চোখে পড়ে। যেখানে লেখা, ‘… মি মোর’। অবশ্য এই বার্তা তার নিন্দুকদের উদ্দেশে বলেই ধারণা করছে সবাই।

এর আগে ১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার দিন তার ডান হাতে ‌‘ডোন্ট লাভ মি বিচ’ আঁকা দেখা গিয়েছিল।

নিরাপত্তার জন্য পরীমনি আজ নিজেই হাজতখানার গেট দিয়ে প্রবেশ করেন।এসময় আদালত প্রাঙ্গনে তার ভক্ত- অনুরাগীদের ভীড় উপচে পরে। পুলিশ ও তার কিছু আত্মীয় হাজতখানার ভেতরে প্রবেশ করতে সাহায্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভি তার পুলিশ পরীর বাসা থেকে জব্দ করে আনা বিভিন্ন জিনিসপত্র (সাদা রঙের গাড়ি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি) চেয়ে আদালতে আবেদন করেন।

পরীমনি নিজেই আদালতে বলেন, ‘র‌্যাব আমার বাসায় অভিযান চালানোর সময় সব ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এমনকি প্রেসক্রিপশনসহ আমার ওষুধের বক্সটা পর্যন্ত তারা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার গাড়িসহ অন্যান্য জিনিসের কোনও কাগজপত্র আমার কাছে নেই। বাসায় আমি ছাড়া আর আমার কোনও কিছুই নেই।’

Your Promo BD

বিনোদন আরও সংবাদ

শহরে জমে থাকা পানি নিয়ে যা বললেন ওমর সানী

শাবনূর থেকে সায়ন্তিকা সবাই আমাকে পছন্দ করে: জায়েদ খান

হঠাৎ ভক্তকে চড় মারলেন রেখা!

‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা জানা গেল

উপহারের মাইক্রোবাসটি দিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন হিরো আলম

পরীমণিকে নিয়ে কথা বলতে নারাজ তার সাবেক স্বামী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।