বাগেরহাটের মোল্লাহাটের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের বলেছেন, আমার দপ্তর সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত থাকবে, কি ধনী বা কি গরীব সবাই একই সেবা পাবেন। আমার কাছে ধনী গরীব সবাই সমান তাই দয়া করে কেউ অন্যের মাধ্যমে সুপারিশ নিয়ে আসবেননা, ভুক্তভোগী নিজেই আমার দপ্তরে আসবেন। মঙ্গলবার দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মত বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন এই উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা পেলে এ থানা থেকে অচিরেই মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে আনা সম্ভব।
এ পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, সহ- সভাপতি শেখ সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য শিকদার জিন্নাত আলী, ইমলাম শেখ, এস এম মিজানুর রহমান, সদস্য শিকদার মনিরুজ্জামান, বাশার মোল্লা, মোস্তফা মীর প্রমূখ।