‘আমি শেখ হাসিনা-সরকারের পক্ষে বলি, সাংবাদিকরা সেগুলো লেখেন না। বিকৃতভাবে প্রকাশ করেন’- এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভায় মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা।
মঙ্গলবার সকালে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে ডাকবাংলো বীর উত্তম নুরুল হক মিলনায়তনে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভিপি সেলিম চৌধুরী বাবুল, ঢাকার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নাজমুল হক নাজিম, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার নির্বাচনী সভা-সমাবেশে সাংবাদিক-টাংবাদিকরা কে আসবে, কে আসবে না, তা আমার জানার বিষয় না। আপনারা আমার লোক আপনারা আসবেন। ওরা আবোল-তাবোল লেখে। আমি শেখ হাসিনার পক্ষে বলি। রাষ্ট্রপতি, সরকারের পক্ষে বলি, তারা তা লিখে না। বিকৃতভাবে প্রকাশ করে।’
তিনি বলেন, বসুরহাট পৌরসভার ভোটের দিকে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক চোখও তাকিয়ে আছে। বসুরহাট পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। শপথ করানোর কোনো দরকার নেই। আমার কর্মীরা সবাই ইমানদারির সঙ্গে আমার জন্য কাজ করলেই হবে, বেঈমান-মুনাফেক-তো তারা বেঈমান মুনাফেকই। চোরে না শুনে ধর্মের কাহিনী।