ন্যায়ের পক্ষে আমি হব শুদ্ধ
অন্যায়ের বিরুদ্ধে করিব যুদ্ধ
ভালো কাজে হব আমি মুগ্ধ
মন্দতে রব চির ক্রুদ্ধ।
অভাবীজনের অসহায়ত্ত্বে হব দগ্ধ
বিরহের ক্ষণে নিরব মনে হব স্তব্ধ
ক্ষমতায় বসে জালেমকে করিব জব্দ
মাজলুমানের আর্তনাদে হব তাদের শব্দ।
ন্যায়-অন্যায়ের দাঁড়িপাল্লা হব
সমাজে ছড়াবো শান্তি-
উড়াবো আমি সাম্যের নিশান
দূর করিব আছে যত ভ্রান্তি।
খালিদি তলোয়ার শানিত করিব
দেব খোদার পথে জীবন-
শাহাদাত আমি করি কামনা
রণাঙ্গনে হয় যেন মোর মরন।
……………..
লেখক: মহরম হাসান মাহিম।