চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, আওয়ামী লীগে কোন ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ও ইয়াবা ব্যবসায়ীর জায়গা হবে না। এমনকি সংগঠনের কোন নেতা বা কর্মী ওই সকল ব্যক্তিদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমি জেলা আ’লীগে থাকা অবস্থায় সংগঠনের মধ্যে কোন হাইব্রীড থাকতে পারবে না। চিরুনী অভিযান করে বাদ দেওয়া হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে একটি সুন্দর অবস্থানে নিয়ে গেছে। সুতরাং সুন্দর সেই দেশে সকলকে বৈধ ভাবে ব্যবসা বা উপার্জন করে জীবন-জীবিকা চালাতে হবে।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর প্রবেশদ্বার গল্লামারীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা পূরণের জন্য নির্মিত ইনসান সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন।
অবসরপ্রাপ্ত মেজর মোঃ সাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, জেলা আ’লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, বাংলা একাডেমির জীবন সদস্য মোঃ আব্দুল বাকী চৌধুরী, খুলনা কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খাঁন মোতাহার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক হাসান হিটলু, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, পাপিয়া সরোয়ার, জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আ’লীগ নেতা আতিয়ার রহমান বিশ^াস, সুবীর মল্লিক, বিধান হালদার, ফারুক হাওলাদার, প্রদ্বীপ টিকাদার, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, শেখ মনি, জেলা ছাত্রলীগ নেতা দ্বীপ পান্ডে বিশ^, চিশতী নাজমুল বাশার, এস এম আবিদ হাসান ফাইম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাফওয়ান গ্র“পের পরিচালক মোঃ রকিবুল জাহিদ মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করেন। এছাড়া অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।