বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ও খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য,সাবেক ছাত্রনেতা বাবু অসিত বরণ বিশ্বাস এর সুস্থতা কামনা করে শ্রী শ্রী শীতলামাতা ঠাকুরানীর মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করেন খুলনা জেলা ছাত্রলীগের নেতা বিশ্বজিৎ কুমার মন্ডল ও আবদুল্লাহ আল-নোমান শিকদার।
বৃস্পতিবার পুরোহিত রণজিৎ মুখোপাধ্যায় এর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাবু বিজয় ঘোষ, কৃষ্ণপদ দাস, রবীনদ্রনাথ বত্ত, বিমান সাহা, উজ্জ্বল দাস, মৃণাল কান্তি বিশ্বাস, সংকর বালা, মুশফিকুর রহমান সাগর, অমিতাভ ঘোষ, পারভেজ হাওলাদার, ইমরান হোসেন ইমু, মারুফ হোসেন, সুজন মন্ডল, চন্দন সরকার আশিকুজ্জামান তানভীর, নিহার রায়, রুদ্রনীল হালদার শুভ, পলাশ রায়, সালাউদ্দিন আহমেদ, মাহাবুবুল আলম খালিদ, মিঠুন রায়, অলিউজ্জামান সানি, রুবেল ইসলাম, আবু দাউদ রনি, সোয়েব আহমেদ, রিফাত নুর নাফি, চিরঞ্জীৎ সরকার, মিলন খান, শুভ রায়, মৃকাঙ্ক মন্ডল প্রমূখ।