সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি মহিষাডাংগা বলাকা যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শুক্রবার বিকালে (৭ই ফেব্রুয়ারী) মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মুস্তাকিন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু অসীম বরুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুল্ল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত, আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল হক টিটু, বাবু কিশোরী কুমার সরকার,সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, সাংবাদিক আল মামুন ইসলাম, বুধহাটা মিনিস্টার প্লাজা শোরুমের মার্কেটিং ম্যানেজার সবুজ আহমেদ, সিনিয়র মার্কেটিং অফিসার আবুল খায়ের বাপ্পি প্রমুখ।
১৬ দলীয় ফুটবল খেলায় সামগ্রিক ভাবে পরিচালনা করেন সভাপতি ল নিমাই বিশ্বাস, সেক্রেটারি দেবব্রত বিশ্বাস, সুমন বিশ্বাস, তন্ময় সরকার, চিত্ত রঞ্জন মাস্টার, সহযোগী অধ্যাপক হিরুলাল, অতনু সরকার প্রমুখ
উক্ত খেলায় কুলপাতা জয় মা কালী ফুটবল একাদশ ২-০ গোলে গোপালগঞ্জ ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করে।
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে একটি করে মিনিস্টার ফ্রিজ তুলে দেওয়া হয় ও খেলায় প্রথম গোলদাতা কে মিনিস্টার মাইওয়ান বুধহাটা শোরুমের পক্ষ থেকে সৌজন্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।
রেফারি দায়িত্ব পালন করেন একেএম আজাদ কানন,আসাদুল হক,ইয়ামিন হোসেন।
খেলায় ভাষ্যকার এর দায়িত্ব পালন করেন বাবু দিলীপ গাইন,আশরাফ হোসেন। খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল।