রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন। এ হামলায় নৌবহরের শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ভিক্টর সকোলভসহ অন্তত ৩৪ রুশ কর্মকর্তা নিহত হয় বলেও দাবি করে কিয়েভ। তবে তাদের এ দাবির চার দিনের মাথায় আজ মঙ্গলবার ভিক্টর সকোলভের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যায়, তিনি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। তিনি বেশ সুস্থ-সবল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরটি অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল শহরে অবস্থিত। গত শুক্রবার সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী।
ওই হামলার পর ইউক্রেনের স্পেশাল ফোর্স টেলিগ্রামে এক বার্তায় জানায়, রুশ নৌবহরের সদর দপ্তরে হামলায় অন্তত ৩৪ কর্মকর্তা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১০৫ জন। হামলায় সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করা হয়।
কিয়েভের এমন দাবির চার দিন পর আজ মঙ্গলবার নৌ কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সকোলভের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ভিক্টর। তিনি বেশ সুস্থ ও সবল। তবে এ ভিডিও আজই ধারণ করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি বিবিসি।