সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলো শক্তিশালী করার আহ্বান | চ্যানেল খুলনা

ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলো শক্তিশালী করার আহ্বান

বিজ্ঞপ্তিঃইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিগুলো শক্তিশালী করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি রবিবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) বার্ষিক সমন্বয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। স্থানীয় সরকার খুলনার উপপরিচালক ইশরাত জাহান এই কর্মশালায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, সরকার সকল সেবা এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করার কার্যক্রম গ্রহণ করেছে। ইউনিয়ন পরিষদগুলোকে সেবার সুপারশপে পরিণত করতে হবে। এজন্য জনপ্রতিনিধিদের অঙ্গীকার থাকতে হবে। প্রকল্পগুলো গ্রহণের সময় মাথায় রাখতে হবে তা যেন এলাকার সামগ্রিক কল্যাণ করে। একইসাথে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং খাল, বিল, জলাশয়গুলো অক্ষুন্ন রাখতে হবে।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধিতে ইএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। স্থানীয় সরকার সংশ্লিষ্ট আটশত জনকে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রকল্প চলমান থাকলে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন সহজ হবে বলে মতামত দেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, রূপসার ইউএনও নাসরিন আক্তার, দাকোপের ইউএনও মোঃ আব্দুল ওয়াদুদ, বিভিন্ন উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা অংশগ্রহণ করেন। প্রকল্পের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ইউএনডিপির খুলনা জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।