খুলনায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাথে এক নারীর আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তার বহিষ্কারসহ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় লতা ইউনিয়নের সচেতন জনগনের আয়োজনে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাপ আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও সাংবাদিক কৃষ্ণ রায়, ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য দেবাশীষ রায়, ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য মীর ইব্রাহিম খলিল পরান, প্রভাষক বিষ্ণু পদ মন্ডল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক রায়, যুবনেতা মনোতোষ মন্ডল, সুব্রত তরফদার, চন্দন রায়, সুশান্ত দফাদার, সরোত্তম সরকার, মনোজ মন্ডল, সাগর রায়, কুমারেশ সরকার, সমির সরকার, চিন্ময় মন্ডল, সজিব মন্ডল, তন্ময় ঢালী, সজিব রায়, ক্লিনটন বিশ্বাস, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাথে এক নারীর আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় ইউনিয়নবাসী লজ্জিত। চেয়ারম্যান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, ইউনিয়নের নারী সমাজ নিরাপদ নয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল পাইকগাছা উপজেলা পরিষদের সামনে লতা ইউনিয়নবাসী কাজল চেয়ারম্যানের বহিষ্কারসহ শাস্তির দাবীতে মানববন্ধন করে। গত ৩ এপ্রিল সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাপ আলী হালদারসহ বহু মানুষের স্বাক্ষরিত একটি অভিযোগ ইউএনও’র দপ্তরে জমা দেন। ৪ এপ্রিল ইউপি চেয়ারম্যান কাজলকে বহিষ্কারসহ শাস্তির দাবীতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। গত কয়েকদিন ধরে আপত্তিকর এ ভিডিওটি একে অপরের মোবাইলে ফাঁস হলে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।