সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
ইরাকে ঈদ কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫ | চ্যানেল খুলনা

ইরাকে ঈদ কেনাকাটার সময় আত্মঘাতী হামলায় নিহত ৩৫

ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। সোমবার ঈদের কেনাকাটার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। রয়টার্সের খবরে জানা গেছে এসব তথ্য।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
এবছর এপ্রিলে বাগদাদে আরো একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও আহত হন ২০ জন। এছাড়া জানুয়ারিতে আরো দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

ইসরায়েলের নিন্দা করায় জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ট্রাম্পের গোপন অডিও ফাঁস: মস্কো–বেইজিংয়ে বোমা মারার হুমকি পুতিন ও সিকে

স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু

সীমান্তে ২৫০ জনকে নিয়ে নামল ভারতীয় বিমান

যুদ্ধের পর আশুরায় প্রথম জনসমক্ষে এলেন খামেনি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।