ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৬টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ধ্বংস হয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এ তথ্য জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আরও অনেক মসজিদ ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনও বোমা হামলা করে ধ্বংস করা হয়েছে। হামলায় ধ্বংস হওয়া ভবনের ভেতর মন্ত্রণালয়ের কোরআন রেডিও স্টেশন ও একটি চার্চও রয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে গাজায় হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে ইসরায়েল যেন বেসামরিক মানুষ হত্যা এবং মসজিদ-গির্জায় হামলা বন্ধ করে এ জন্য বিশ্বের বিভিন্ন ইসলামি সংস্থার কাছে সাহায্য প্রার্থনা করা হয়।
এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) হামাসের জনসংযোগ দপ্তর এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এর আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।