চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার সর্ববৃহৎ মোকাম নগরীর বড় বাজারসহ একাধিক বাজারে উঠেছে দেশী নতুন পেঁয়াজ। তবে দাম ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি কেজি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার কয়েকটি বাজারে ঘুরে আরও দেখা গেছে, তুরস্কের বড় সাইজের পেঁয়াজের কেজি ১৮০ টাকা, মিশরের পেঁয়াজ বড় ২৫০ টাকা ও ছোট সাইজেরটা ২৪০ টাকা দরে বিক্রি হয়েছে।
বড় বাজারের খুচরা বিক্রেতা মোঃ আবু তালেব জানান, নতুন পেঁয়াজ আজই প্রথম (৩ ডিসেম্বর) খুচরা বিক্রি করছি ১৯০ টাকা। দু’দিন আগে এই পেঁয়াজ আমি পাইকারী কিনেছিলাম ১৭০ টাকা দরে।
সোনাডাঙ্গা ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভান্ডারের রফিকুল ইসলাম জানান, নতুন দেশী পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কিন্তু এ পেঁয়াজের দামও পুরাতন পেঁয়াজের চেয়ে কম না। আজ (মঙ্গলবার) দেশী পেঁয়াজ ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরাতন পেঁয়াজ ১৯০-২০০ টাকা দরে বিক্রি করছি।
এ পাইকারি বাজারের মেসার্স জিদান বাণিজ্য ভাণ্ডারের মোঃ জয়নাল আবেদীন জানান, নতুন পেঁয়াজের দাম কৃষক পর্যায় থেকেই বেশি। এরপর ফরিয়া, আড়তদার হয়ে পাইকার পর্যন্ত আসতে দাম আরও বেড়ে যাচ্ছে। তা খুচরা বাজারে পৌঁছালে দাম স্বাভাবিক থাকছে না।
ময়লাপোতা সন্ধ্যা বাজারের সুমি স্টোরের স্বত্বাধিকারী বলেন, তুরস্কের বড় সাইজের পেঁয়াজ ১৫০ থেকে ১৮০ টাকা, মিশরের ছোট সাইজেরটা ২৪০ টাকা ও বড় সাইজেরটা ২৫০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।
নগরীর তারের পুকুর মোড়ের বিসমিল্ল¬াহ্ স্টোরের প্রোপ্রাইটর মোঃ হালিম বলেন, দু’ধরনের পেঁয়াজ খুচরা বিক্রি করছি। ছোটটা ২৪০ ও বড় সাইজেরটা ২৫০ টাকা কেজি দরে।