উদীয়মান যুব সমাজের উদ্যোগে খালিশপুরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ৩০ জানুয়ারী ২০২১ইং শনিবার বিকাল ৪ টার সময় খালিশপুর আলম নগর জোড়া তালগাছ মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, বিশ্বাস প্রোপ্রার্টিজের সিও ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আজগার বিশ্বাস তারা, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের উপদেষ্টা মোঃ সামসুল আলম লিপন, সংগঠনের সহ-সভাপতি শুকুর গাজী সুমন, মোঃ দেলোয়ার হোসেন, সংগঠনের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আশিক খান রাজা সহ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।