লবণাক্ত জমিতে ডিপ্লিং পদ্ধতিতে ভুট্টাচাষ সম্ভাবনার হাতছানি ॥ চ্যানেল খুলনা
উপকুলীয় লবণাক্ত জমিতে ডিপ্লিং পদ্ধতিতে ভুট্টাচাষ সম্ভাবনার হাতছানিউপকুলীয় জনপদ খুলনার লবণ সহিষ্ণু জমিতে গম চাষ করে ভালো ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের ভুট্টাচাষে আগ্রহ বারছে। উপকুলীয় জনপদে কিভাবে ভুট্টাচাষ করা যায় এ নিয়ে বটিয়াঘাটা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট গবেষনা চালায়। তাদের পরীক্ষামুলক ভুট্টাচাষে ডেমো গবেষণায় ব্যাপক সফলতা অর্জিত হওয়ায় ডিপ্লিং পদ্ধতির পরীক্ষামুলক এবং কৃষকদের প্রশিক্ষনের লক্ষে কৃষকের জমিতেই ভুট্টাচাষ পাইলট প্রকল্প নেওয়া হয়েছে ।#চ্যানেল_খুলনা#ChannelKhulnawww.channelkhulna.tv
Posted by Channel Khulna on Monday, March 25, 2019