সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এপ্রিলে প্রতিদিন কোটি টাকা ভ্যাট পেয়েছে এনবিআর | চ্যানেল খুলনা

এপ্রিলে প্রতিদিন কোটি টাকা ভ্যাট পেয়েছে এনবিআর

করোনা মহামারি কাটিয়ে টানা দুই বছর পর এবারের বৈশাখ ও ঈদের বাজার ছিল জমজমাট। যার প্রভাবে পড়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে। পুরো এপ্রিল মাসে প্রতিদিন গড়ে প্রায় কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানান প্রতিষ্ঠানের সদস্য (মূসক বাস্তবায়ন) আব্দুল মান্নান শিকদার।

আব্দুল মান্নান বলেন, কোভিডের সময় হোটেল-রেস্তোরাঁয় বিক্রি কম ছিল। এপ্রিল মাসে ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে। আমাদের কাছে যে পরিসংখ্যান আছে তাতে দেখা যায় যে, প্রতিদিন কোটি টাকা ভ্যাট সংগ্রহ হয়েছে। এপ্রিল মাসে ৪০৫ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার টাকার বিক্রি হয়েছে। যার বিপরীতে এনবিআর ভ্যাট পেয়েছে ৯৭ লাখ ৭২ হাজার টাকার বেশি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইএফডি মেশিনের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। ব্যবসায়ীরা ভালোভাবে ইএফডি ব্যবহার করবেন। আর ক্রেতারাও তাদের চালান সংগ্রহের বিষয়ে সচেতন হবেন।
ভ্যাট ফাঁকির বিষয়ে এক প্রশ্নের জবাবে এনবিআরের সদস্য বলেন, এই মাসে ভ্যাট আদায় সন্তোষজনক বলা যায়। আর ভ্যাট ফাঁকির প্রবণতা সবসময়ই থাকে। আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদের বোঝাতে যে, আপনারা ভ্যাট সংগ্রহ করবেন ভোক্তার কাছ থেকে। সেটা যেন যথাযথভাবে আদায় করেন। অনেকেই সঠিকভাবে দিচ্ছেন, আবার কেউ কেউ হয়তো ফাঁকি দিচ্ছেন। যারা ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা হচ্ছে। আমরা চাই সবাই যেন আইন মেনে চলুক।

আজ এপ্রিল মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের উপর ভিত্তি করে এই লটারির ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ৪ হাজার ৫৭৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি বসিয়েছে এনবিআর।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা

মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে : এম সাখাওয়াত হোসেন

কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করলে হার্ডকপির প্রয়োজন নেই

দেশের বাজারে কমল সোনার দাম, কাল থেকে কার্যকর

আয়কর সেবা মাস শুরু, কর অফিসে সব সেবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।