শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছেন সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার (সংরক্ষিত নারী আসন-৩০)।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তিনি এই শীতবস্ত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিএসএস-এর পরিচালক (প্রশাসন) মোঃ মাঈনউদ্দিন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য শেখ মোঃ সেলিম, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম আমিনুল ইসলাম, দিলীপ কুমার বর্মন, ইউজার সদস্য রিনা রানী দাস, মোঃ হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।