সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এমপি পাপুলের সঙ্গে জড়িত কুয়েতের প্রভাবশালীদের নাম প্রকাশের দাবি | চ্যানেল খুলনা

এমপি পাপুলের সঙ্গে জড়িত কুয়েতের প্রভাবশালীদের নাম প্রকাশের দাবি

কুয়েতের সংসদ সদস্য ডা. আবদুল করিম আল কান্ডারী মানবপাচারে বাংলাদেশি এমপি পাপুলের সঙ্গে ওই দেশের মন্ত্রী ও সরকারী কর্মকর্তাসহ জড়িতদের নাম প্রকাশের দাবি জানিয়েছে। খবর আরব টাইমসের।

টুইটারে এক বার্তায় তিনি বলেছেন, মানব পাচার ও অর্থ পাচারের অপরাধে কেবল বাংলাদেশি এমপিকে দায়ী করলেই চলবে না। যাদের ছত্রছায়ায় এই অপরাধ সংগঠিত হয়েছে, কুয়েতের সেইসব প্রভাবশালী মন্ত্রী ও সরকারী কর্মকর্তাদের নামপ্রকাশ করতে হবে এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।
আবদুল করিম আল কান্ডারী বলেন, আমরা এ ধরনের অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারি না। এতে দূর্নীতি আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করবে।

চলতি বছর ফেব্রুয়ারিতে মানবপাচার ও ‘ভিসা বাণিজ্যে’ জড়িত থাকার অভিযোগে তিন বাংলাদেশির একটি চক্রের সন্ধান পুলিশের গোয়েন্দারা। এদের মধ্যে দুইজন পালিয়ে গেলেও একজনকে গত ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে আটক করে। তিনি বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল। তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচারেরতদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাপুলকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন কুয়েতের পাবলিক প্রসিকিউশন। কুয়েতের রেসিডেন্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে।

এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের নেতৃত্বে ওই চক্রটি ২০ হাজার জনকে কুয়েতে পাচার করে ৫০ মিলিয়ন কুয়েতি দিনার (১৩শ কোটি টাকা) হাতিয়ে নিয়েছে কুয়েতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওঠে আসে। তাই নয় কুয়েত সরকারের কাজ পেতে কর্মকর্তাদের পাঁচটি বিলাসবহুল গাড়ি ঘুষ হিসেবে দেয়ার অভিযোগ ওঠেছে এমপি পাপুলের বিরুদ্ধে।অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর জেল হতে পারে। কেননা কুয়েতের আইন অনুযায়ী অর্থ ও মানবপাচার বড় ধরনের অপরাধ হিসেবে বিবেচিত।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন পাপুল। শুধু তাই নয়, স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সংসদ সদস্য করে আনেন তিনি।

একজন সাধারণ শ্রমিক হিসেবে কুয়েতে যাওয়া পাপুল বর্তমানে কুয়েতের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে ১৫ থেকে ২০ হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

আরব নিউজের খবরে বলা হচ্ছে, পাঁচ বাংলাদেশির স্বীকারোক্তির ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে প্রসিকিউশন। জানা গেছে, কুয়েতেই বিচার হবে এই বাংলাদেশি আইনপ্রণেতার।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী রকি গ্রেপ্তার

আন্ত:জেলা নারী পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

অজ্ঞান পার্টির খপ্পরে ফকিরহাটের এক সাংবাদিকের ছেলে

খুলনায় সন্ত্রাসী হাড্ডি সাগর গ্রেপ্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।