সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এসডিজি অর্জনে মা ও শিশু মৃত্যুহার হ্রাস করতে হবে : শেখ ইউসুফ হারুন | চ্যানেল খুলনা

এসডিজি অর্জনে মা ও শিশু মৃত্যুহার হ্রাস করতে হবে : শেখ ইউসুফ হারুন

অনলাইন ডেস্কঃসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে মা ও শিশু মৃত্যুহার হ্রাস করার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি গতকাল রবিবার সকালে খুলনা জেলায় কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই নির্দেশনা দেন।
খুলনা জেলা পরিবার পরিকল্পনা অফিস সার্কিট হাউজ সম্মেলকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন করতে হলে মাতৃমৃত্যু হার (প্রতি লক্ষে) ১৬৯ থেকে ৭০ এ নামিয়ে আনতে হবে। একই সাথে শিশুমৃত্যু হার কমাতে হবে। এজন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার বাড়াতে হবে। এখন পর্যন্ত ৪৩ শতাংশ প্রসব হাসপাতাল-ক্লিনিকে হয়। বাকি ৫৭ শতাংশ বাড়িতে হয়। ফলে মা ও শিশু মৃত্যুর হার এখনও উদ্বেগজনক। এ অবস্থার উন্নয়নে মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়াতে পরিবার পরিকল্পনা কর্মীদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান পরিবার কল্যাণ সচিব। তিনি খুলনা জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের অবকাঠামোগত উন্নয়ন ও জনবল সংকট দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ^াস প্রদান করেন।
পরিবার পরিকল্পনা দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এম কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী। পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল আলিম স্বাগত বক্তৃতা করেন।
এর আগে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সকালে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন এ ‘প্রসব পূর্ব ও প্রসব উত্তর চিকিৎসায় করণীয় শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে ইউএসএইড এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘নবযাত্রা’ প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রকল্প আওতাধীন খুলনার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব

রাত ১০ টার পর কি ডিনার করা ঠিক? যা বলছেন পুষ্টিবিদ

কৃত্রিম চিনি বয়ে আনতে পারে যেসব বিপদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।