চ্যানেল খুলনা ডেস্কঃরোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একটি বেসরকারি ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের উদ্দেশে রওনা হন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে পৌঁছে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন তারা।
এ দিকে, আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের ডিরেক্টর জেনারেল চ্যান অ্যায়ের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি আজ দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলাপ-আলোচনা হয়। একইভাবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির।
পরে বৃহস্পতিবার বিকালে ঢাকার উদ্দেশে তাদের কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।