বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার সেবাকে সহজলভ্য করার উদ্দেশ্য নিয়ে খুলনায় যাত্রা শুরু করল কনস্ট্যান্ট গ্রুপ। গতকাল সন্ধ্যায় নগরীর রয়েল মোড় সংলগ্ন তারের পুকুর মোল্লা মঞ্জিলে অবস্থিত অফিসে ফিতা ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে কনস্ট্যান্ট গ্রুপ খুলনা শাখার উদ্বোধন করেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। কনস্ট্যান্ট গ্রুপ খুলনা শাখার পরিচালক শাহ্ আরাফাত রাহীব এর সঞ্চালনায় এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মহানগর যুবলীগের সদস্য আবদুল কাদের শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম নূর হাসান জনি, শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক ছাত্রনেতা ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশন খুলনা প্রতিনিধি অভিজিৎ পাল, সুমন আহমেদ, খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, ছাত্রনেতা যোয়েব সিদ্দিকী, বায়োজিৎ সিনা চয়ন বালা, কনস্ট্যান্ট গ্রুপের মোসাব্বের আহমেদ রনি, এস কে আলমগীর হোসেন, এস এম মুক্তাদিরুল করিম, শাহ আমানত সাবির সাগর মজুমদার, অমিত বালা, রাহুল তরফদার প্রমুখ।