মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় খালিশপুরে স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান অক্সিজেন ব্যাংকের নিকট অক্সিজেন সিলিন্ডার ও পালস্ অক্সিমিটার প্রদান করা হয়। এনিয়ে উদীয়মান অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়ালো ২৪টি।
৫ জুলাই ২০২১ইং সোমবার সন্ধ্যায় উদীয়মান অক্সিজেন ব্যাংক-এ একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি পালস্ অক্সিমিটার স্বেচ্ছাসেবামূলক সংগঠন উদীয়মান যুব সমাজের সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল-এর নিকট তুলে দেন তাহমিনা সারোয়ার মুনি। এ সময় উপস্থিত ছিলেন উদীয়মান যুব সমাজের উপদেষ্টা মোঃ সামসুল আলম লিপন, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শুকুর গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিক খান রাজা, কোষাধক্ষ আহমেদ গাজী রনি, সদস্য পাপ্পু, মোঃ নাহিন গাজী উৎস প্রমুখ।