আন্তর্জাতিক ডেস্কঃকরোনা মহামারির মধ্যে সাইপ্রাস ভ্রমণে গিয়ে করোনায় আক্রান্ত হলে চিকিৎসার অর্থ দেবে দেশটির সরকার। বুধবার সাইপ্রাস সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। সাইপ্রাস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই মহামারির মধ্যে পর্যটকদের আকৃষ্ট করতেই এমন উদ্যোগ নিয়েছে তারা। এ সম্পর্কিত একটি চিঠি সাইপ্রাস সরকারের পক্ষ থেকে সকল এয়ারলাইনস এবং ট্যুর অপারেটর সংস্থার কাছে পাঠানো হয়েছে।
সাইপ্রাসের পররাষ্ট্র, যোগাযোগ এবং পর্যটন মন্ত্রীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, যাত্রীদের শুধু তাদের আসা এবং যাওয়ার খরচ বহন করতে হবে। পর্যটক যারা করোনায় আক্রান্ত হবেন তাদের পরিবার এবং যারা তাদের সংস্পর্শে আসবেন সকলের দায়িত্ব নিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ।
ভূমধ্যসাগরীয় দেশ সাইপ্রাসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। মারা গেছেন ১৭ জন।