সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত ঐশ্বরিয়া হাসপাতালে | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত ঐশ্বরিয়া হাসপাতালে

ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেক বচ্চনও করোনাভাইরাস নিয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

চ্যানেল খুলনা ডেস্কঃকোভিড-১৯ আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিন কয়েক আগে ৪৬ বছর বয়সী এই সাবেক বিশ্বসুন্দরীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর তিনি বচ্চন পরিবারের বাংলোবাড়ি- জলসায় হোম আইসোলেশনে ছিলেন। বাংলোটি আপাতত সিলগালা করে দিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এর আগে ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন ও স্বামী অভিষেক বচ্চনও করোনাভাইরাস নিয়ে একই হাসপাতালে ভর্তি হন। গত সপ্তাহে বলিউডের ওই তারকা পিতা-পুত্রের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে।

ঐশ্বরিয়া-অভিষেক দম্পতির ৮ বছর বয়সী কন্যাও ভাইরাসটিতে আক্রান্ত। তবে অমিতাভ বচ্চনের স্ত্রী ও বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের কোভিড-১৯ নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে।

এ সপ্তাহের শুরুতে এক টুইটবার্তায় অভিষেক জানান, তার স্ত্রী ও কন্যা করোনায় আক্রান্ত।

এর আগে গত উইকেন্ডে অমিতাভ ও অভিষেক জানান, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। টুইটারে ৭৭ বছর বয়সী ‘বিগ বি’ লিখেন, ‘আমার কোভিড পজিটিভ… হাসপাতালে ভর্তি হয়েছি… কর্তৃপক্ষকে জানাচ্ছে হাসপাতাল… পরিবারের সদস্য ও কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছি… গত ১০ দিনে যারা আমার সান্নিধ্যে এসেছেন, সবাইকে নিজ নিজ টেস্ট করানোর অনুরোধ করছি…।’

এর পরদিন নানাভাতি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুই বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল; তাদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন অমিতাভ। আলাদা আলাদা পোস্টে ভক্ত ও হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে, বচ্চন পরিবার ছাড়াও বলিউডের আরও অনেকের পরিবারে হানা দিয়েছে করোনাভাইরাস। আমির খান, করন জোহর ও বনি কাপুর জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের কর্মীদের কেউ কেউ।  অভিনেত্রী রেখার বাংলো সিলগালা করে দেওয়া হয়েছে তার নিরাপত্তা কর্মী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায়।

অন্যদিকে, অভিনেত্রী জোয়া মোরানি করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। এছাড়া, দেশটির কয়েকজন টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীও আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ।

  • সূত্র: এনডিটিভি

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।