সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
‘করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টোকিও অলিম্পিক অসম্ভব’ | চ্যানেল খুলনা

‘করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টোকিও অলিম্পিক অসম্ভব’

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অলিম্পিকের আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমাদের বলা হয়েছে, অলিম্পিক এবং প্যারা-অলিম্পিক অবশ্যই পূর্ণ আকারে আয়োজন করতে হবে, তবে অ্যাথলেট এবং দর্শকদের নিরাপদে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিন্তু করোনাভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এটা অসম্ভব।

গত মঙ্গলবার জাপানে আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী বছর জাপান সরকার টোকিও অলিম্পিক আয়োজন করবে কি না? এ নিয়ে প্রশ্ন তোলেন গতকাল বুধবার পার্লামেন্টের বিরোধীদলীয় এক আইনপ্রণেতা। তার এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিনজো আবে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের যত দ্রুত সম্ভব এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে।’

তিনি বলেন, ‘অলিম্পিক এমন এক উপায়ে অনুষ্ঠিত হতে হবে যেন সারা বিশ্ব করোনাযুদ্ধে বিজয়ী হয়েছে এমন কিছুকে প্রতিনিধিত্ব করবে। নয়তো খেলা আয়োজন কঠিন হয়ে যাবে।

জাপানের জাতীয় প্রচারমাধ্যম ‘এনএইচকে’র তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪১৩ জন। আর আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৮৯৫ জন। এমন পরিস্থিতির উন্নতি না হলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন অসম্ভব বলে মনে করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

প্রসঙ্গত, গত মাসে করোনাভাইরাসের সংক্রমণের কথা চিন্তা করে টোকিও অলিম্পিক ২০২১ সালের জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান সরকার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সাকিবের প্রশ্নে এখন ‘গুরু’ ফাহিমও বিরক্ত

ভারতকে হারাতে মরিয়া জামাল

চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

নাম পরিবর্তন হয়েছে ১৫০টি স্টেডিয়ামের

রাজনীতি ও বিসিবি সভাপতিত্বে আসতে চায় তামিম?

রূপসা নদীতে নৌকা বাইচে প্রথম সুন্দরবন টাইগার্স

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।