সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা কলারোয়া পৌরসদরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮ জুলাই) সকালে কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তালা-কলারোয়া, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
শুভ উদ্বোধনের পরে পৌরসভার অডিটোরিয়াম হলরুমে ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে স্বর্ণের নৌকা দিয়ে সংবর্ধিত করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির-উল-গীয়াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, কলারোয়া পৌরসভাকে ডিজিটাল বা আধুনিকায়ন করতে রাজনৈতিক ব্যক্তিদের একতাবদ্ধ হয়ে কলারোয়ার উন্নয়নের জন্য কাজ শুরু করতে হবে। পৌরসভার উন্নয়নের অগ্রগতির এ কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে। বিগত কোনো সরকার এ ধরনের উন্নয়নমূলক কোনো কাজ কলারোয়ায় করে নাই। আপনাদের ভোটে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হওয়ায় তিনি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের উন্নয়নে এ ধরনের কর্মকাণ্ড হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় কলারোয়া পৌরসভায় ৪০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক কাজ হবে।