পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে (২৪ মে)অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুম ২০২৩ এর শুভ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া মনু। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মেহেদী হাসান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বলেন, ৩০ টাকা করে কেজি দরে এ মৌসুমে ২১ টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে, এবং ৪৪ টাকা কেজি দরে ৩৪ টন চাল মিল থেকে ক্রয় করা হবে।