খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদের সদ্যপ্রয়াত মরহুমা মাতা বেগম রাশিদা ফাতিমার ও খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অকাল প্রয়াত ইসহাক আলী খান বাবুসহ ১০নং ওয়ার্ডের সম্প্রতি প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ১০নং ওয়ার্ড শাখা।
বুধবার বাদ আসর বঙ্গবাসি স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সহ সভাপতি ও খালিশপুর থানা আ’লীগের স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ এ এস এম সায়েম মিয়ার সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খালিশপুর থানা আ’লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, খালিশপুর থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহ্বাজ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহানগর শাখার যুগ্ন সম্পাদক এস এম নূর হাসান জনি, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান, আ’লীগ নেতা লুতফুল কবির তিতু, খালিশপুর থানা ছাত্রলীগের সহ সভাপতি জসিম উদ্দীন, খাদেমুল ইসলাম জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ১০নং ওয়ার্ড বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মুন্সী মোঃ মিলন, সাধারণ সম্পাদক সামসুল হক সুমন, মেহেদী হাসান সুমন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ মুরাদুল ইসলাম, আবুল বাশার, হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।- খবর বিজ্ঞপ্তি