সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
কালিয়ায় দুপুরে নিখোঁজ সন্ধ্যায় ধানক্ষেতে মিললো হাত পা বাধা শিশুর লাশ | চ্যানেল খুলনা

কালিয়ায় দুপুরে নিখোঁজ সন্ধ্যায় ধানক্ষেতে মিললো হাত পা বাধা শিশুর লাশ

নড়াইলের কালিয়া উপজেলায় দুপুরে নিখোঁজ সন্ধ্যায় ধানক্ষেত থেকে মিললো এক শিশুর হাত পা বাধা লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে ধানক্ষেত থেকে হাত পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে বাড়ির পাশে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার এবং দুপুরে নিখোঁজ হয় শিশুটি।

নিহত শিশু হামিদা খানম পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এ সময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় হামিদা। পরে বিকেলে বাড়িকে ফিরে না আসায় তাকে খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশপাশে কোথাও তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজনের সন্দেহ বাড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির উত্তর পাশে একটি ধানখেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা রবিউল। এ সময় রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তবে পরিবারের দাবি, গতকাল বুধবার রাতে কেউ হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হুমকি দিয়েছিল, তারাই হাত বেঁধে পিটিয়ে হত্যা করেছে হামিদাকে।

হুমকি দেওয়া ওই চিরকুটে লেখা ছিল, ‘তোরা যদি খুদ চালান দিস তাহলে মনে রাখবি, তোর সন্তানদের মধ্যে একজনকে হারাবি বা তোর ভাইয়ের মেয়েকে। এটা আমার শেষ কথা।’ চিঠির শেষে মারা যাওয়া হামিদা খানম ও তাঁর বোন শামিমা আক্তারের নাম লেখা ছিল।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি তাঁদের বাড়িতে কয়েকবার আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অপরাধীদের ধরতে খুদ চালান দিতে চেয়েছিলেন তাঁরা।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুতই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

কালিয়ায় নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালিয়ায় মদ্যপানে স্কুল ছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী

কালিয়ায় দুপুরে নিখোঁজ সন্ধ্যায় ধানক্ষেতে মিললো হাত পা বাধা শিশুর লাশ

নড়াগাতি থানা পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

কালিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ৯৮ জনের নামে মামলা

কালিয়ার কলাবাড়ীয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের সংস্কার উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।