নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে এবং আরেক স্কুল ছাত্রী অসুস্থ অবস্থায় লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে স্কুল ছাত্রী পূজা করের মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং বুধবার দুপুরে জানাজানি হয়। মৃত পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।
এ ঘটনায় অপর আরেক স্কুল ছাত্রী নয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
ত্রীনয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায়, পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পূজা উপলক্ষে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পূজা করকে মৃত ঘোষনা করেন। অপর ছাত্রী ত্রীনয়নী হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
এবিষয়ে পূজা কর ও ত্রীনয়নীর স্বজন ও পরিবারের লোকজনদের সাথে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের কাছে অন্য কথা বলে এড়িয়ে যায়।
এ ঘটনায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লা বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই। তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর, এমও ডাঃ আব্দুল্লা আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, আমাদের কেউ কিছু বলেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।