সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ভিসি মিহির রঞ্জন হালদার | চ্যানেল খুলনা

কুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ভিসি মিহির রঞ্জন হালদার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ১০ মে বুধবার সকাল সাড়ে ১১টায় নিউ একাডেমিক কমপ্লেক্সে কেন্দ্রীয় লাইব্রেরীসহ বিভিন্ন দপ্তর পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে প্রশাসনিক, শিক্ষা ও তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আকস্মিক পরিদর্শনে লাইব্রেরীতে পঠরত শিক্ষার্থীসহ বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সকলেই এধরণের কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানান।
লাইব্রেরীতে পড়াশুনা করতে আসা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাহনিমা হাবিব বলেন, “লাইব্রেরী খুবই শান্তির জায়গা, খুব সহজেই প্রয়োজনীয় বই কিংবা রেফারেন্স যেমন পাওয়া যায়, তেমনী গ্রুপ স্টাডির জন্যও বেশ ভালো পরিবেশ”। একই কথা বলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ মাহমুদ ও তাসলিমা আক্তার। সঙ্গে যোগ করেন, “রিডিং সেকশনের জায়গা আরো বেশী হলে ভালো হতো”।
আকস্মিক পরিদর্শন বিষয়ে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “লাইব্রেরীতে এসে যখন দেখলাম প্রায় একশত শিক্ষার্থী একনিষ্ঠভাবে তাদের অধ্যয়ন চালিয়ে যাচ্ছে, আমরা বেশ কয়েকজন মানুষ এলাম সেদিকে তাদের নরজ নেই, পড়ালেখায় তাদের একাগ্রতায় আমি মুগ্ধ। বিষয়টিতে আমি নিশ্চিত তাদের সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে”। তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের লেখাপড়া, বিভিন্ন সংকট এবং সার্বিক অবস্থা দেখতে এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে পরিদর্শনে এসেছি। একই স্থানে সবার সাথে কথা বলতে পারছি”।
এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি এর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, লাইব্রেরীয়ান (চলতি দায়িত্ব) মোঃ মাহবুবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, সহকারী রেজিস্ট্রার মোঃ মনিরুজ্জামান, সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, পিএস টু ভিসি শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।