সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীর উদ্বোধন | চ্যানেল খুলনা

কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনীর উদ্বোধন

কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান আজ ০৩ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়েছে। কুয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী অনুষ্ঠান ০৪ ফেব্রুয়ারি শনিবার শেষ হবে। ১ম বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৭২ ব্যাচ থেকে শুরু করে ২০১৬ ব্যাচের প্রায় এগারো শতাধিক এ্যালামনাই ও তাদের পরিবারবর্গসহ প্রায় দুই সহস্রাধিক অংশগ্রহণকারীর অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
০৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষক প্রফেসর ড. এম শামীম জেড বসুনিয়া বলেন, “এ্যালামনাইরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ। বিশে^র নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের এ্যালামনাইরা ঐ প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের এই অনুষ্ঠান এ্যালামনাইদের বিশাল সংসারের মহামিলনমেলা। প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে একজন শিক্ষার্থীর পিছনে সরকারকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়, প্রকৌশলী হওয়ার পর তাদের উচিত দেশকে তার প্রতিদান দেওয়া”। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “এ্যালমনাইরা কুয়েটের এম্বাসেডর। এ্যালামনাইদের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন ক্ষেত্রে কুয়েটের এ্যালমনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কুয়েটের উন্নয়নেও তাদের কাজ করতে হবে। এ বিশ^বিদ্যালয়ের এ্যালামনাইরা বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ, তাদের কাছ থেকে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমারও অনেক সমৃদ্ধ হতে পারবো”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল ও বিআইটি, খুলনার প্রাক্তন পরিচালক প্রফেসর ড. এম. এ. হান্নান ও প্রাক্তন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কুয়েট এ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে জব ফেয়ার, স্মৃতিচারণ, বিভাগীয় ফেস্ট ইত্যাদি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে : পরওয়ার

সোনাডাঙ্গা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

গবেষণায় সহযোগিতা ও উদ্ভাবনী প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি

টেকসই গবেষণার মাধ্যমে সমাজে খুবির গুরুত্ব তুলে ধরতে হবে : উপাচার্য

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

জেসিআই ঢাকা সিগনেচার’র লোকাল প্রেসিডেন্ট সুমন সাহা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।