খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১৭ ডিসেম্বর শুক্রবার তিন দিনব্যাপী ৫ম “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি ২০২১)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সকালে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং কী-নোট স্পিকার ছিলেন (অনলাইনে যুক্ত থেকে) ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর প্রেসিডেন্ট-ইলেক্ট এবং ইউনাইটেড স্টেটস এর ভার্জিনিয়া টেক রিসার্চ সেন্টারের জোসেপ লরিং প্রফেসর ড. সাইফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট) এর ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং আইইইই বাংলাদেশের চেয়ার প্রফেসর ড. মশিউল হক, আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং চেয়ার-ইলেক্ট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর ইইই বিভাগের প্রফেসর ড. শেলিয়া শাহ্নাজ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটি (টিপিসি) চেয়ার ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজাহান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার এবং কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের ডীন প্রফেসর ড. কে.এম.আজহারুল হাসান এবং কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারী ও কুয়েটের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নরোত্তম কুমার রায়।
উল্লেখ্য, ১৭ থেকে ১৯ ডিসেম্বর তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৫ টি দেশ থেকে ২৩৮ টি গবেষণা পেপার থেকে বাছাইকৃত ৯৯ টি টেকনিক্যাল পেপার মোট ২৩ টি টেকনিক্যাল সেশনে উপস্থাপন করা হবে। এছাড়া, কনফারেন্সে ৬ টি কী-নোট সেশন উপস্থাপন করা হবে। সম্মেলনে দেশ-বিদেশী গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করছেন। “ইআইসিটি ২০২১” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সটি কুয়েট ইইই ফ্যাকাল্টির আয়োজনে প্রতি ২ বছর পর পর আয়োজন করা হয়।